উত্তরা অন্বেষণ মডেল কলেজ

Uttara Anbeshan Model College

স্থাপিত: ২০২৪ ইং.

ব্রেকিং নিউজ
ভাইস প্রিন্সিপাল (আবু রায়হান আহমাদ) এর বাণী

আসসালামু আলাইকুম,

শিক্ষাই জাতির মেরুদন্ড । শিক্ষার কোন বয়স নাই। প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক মিলে মানুষ সারা জীবনই কোন না কোন ভাবে শিক্ষা লাভ করে। শিক্ষার স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সাটিফিকেট অর্জন করাকে শিক্ষা বলে না, শিক্ষা হল সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দুর করে  সমাজের পরিবতনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। 

পরিশেষে বলা যায়,পরিচালকবর্গের দক্ষ পরিচালনায় এবং গ্রীন সাইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর সকল শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলে শিক্ষার্থীদের সত্যিকার জ্ঞান অর্জন করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং নিজের পরিবার, সমাজ তথা দেশ ও জাতির গৌরব বয়ে আনতে পারবে। গ্রীন সাইন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, নীলফামারী  এর যাত্রা পথে সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করছি।